রাজধানী মিরপুর পল্লবী থানার আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেছে পল্লবী থানা পুলিশ।মিরপুরের পল্লবীর অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায়, বিভিন্ন থানা থেকে খোয়া যাওয়া অবৈধ অস্ত্র, মাদক উদ্ধারের পাশাপাশি ছিনতাই প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ যায়গাতে কৌশলগত স্থানে নিরাপত্তামূলক বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু করেছে পল্লবী থানার পুলিশ। তারই ধারাবাহিকতায় মধ্যে দিয়ে পল্লবী থানা পুলিশের উদ্দ্যোগে কালশির মোড় সামনে এই চেকপোস্ট পরিচালনা করে পল্লবী থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম ।
বুধবার ৬”নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১২ পর্যন্ত থেকে চেকপোস্টের তল্লাশির কার্যক্রম শুরু করেন। এসময়ে সড়কে যাতায়াতরত বিভিন্ন গাড়িতে অবৈধ অস্ত্র ও মাদক আছে কিনা তা উদ্ধারের উদ্দেশ্যে তল্লাশি পাশাপাশি ফিটনেস বিহীন গাড়ি সড়কে চলছে কি না তারও কাগজ চেক করে পুলিশ সদস্যরা। এ সময় চেকপোস্টের তল্লাশির দিক নির্দেশনা দেন পল্লবী থানার ওসি নজরুল ইসলাম। এছাড়া চেকপোস্ট পরিচালনা করেন পল্লবী থানার সাব-ইন্সপেক্টর সহ তার সঙ্গীও ফোর্স। পুলিশ জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন দুই পালায় এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রথমপালা সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে। দ্বিতীয় পালায় রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হবে। চেকপোস্ট কার্যক্রম চলাকালে নগরবাসী ও ঢাকায় প্রবেশকারী সব যানবাহনের চালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করছে ঢাকা মহানগর পুলিশের সদস্যরা। তবে রাজধানীতে পুলিশের বিশেষ এই চেকপোস্ট কার্যক্রম কত দিন চলবে সেই বিষয়ে এখনই কিছু জানানো হয়নি।
চেকপোস্ট পরিচালনাকারি ওসি নজরুল ইসলাম জাতীয় দৈনিক সংবাদ দিগন্তকে বলেন, “অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন থানা থেকে খোয়া যাওয়া অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং ছিনতাই প্রতিরোধে আমাদের এই চেকপোস্টে তল্লাশি করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন দুই পালায় এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।