সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটি বৃহত্তম আমদানি ও রপ্তানির ব্যবসায়ী কেন্দ্র| এ বন্দরে প্রতিদিন প্রায় কয়েক হাজার ট্রাক প্রবেশ করে বাংলাদেশে |
আরো পড়ুন: সাতক্ষীরায় অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ
বাংলাদেশের সাতক্ষীরা জেলা ভোমরা স্থূল বন্দর এর জিরো পয়েন্টে ভারতীয় ট্রাকের দীর্ঘ লাইন থাকলেও মুখ ফিরিয়ে নিচ্ছে ব্যবসায়ীরা| এবং অন্য বন্দরে গিয়ে ব্যবসা করছেন তারা | এসব ব্যবসায়ীদের সাতক্ষীরা ভোমরা বন্দর থেকে মুখ ফিরিয়ে নেয়ার প্রধান কারণ হলো? সম্প্রতি সাতক্ষীরা ভোমরা স্থূল বন্দরের ব্যবসায়ী নেতৃবৃন্দরা জানান ,আমদানি ও রপ্তানি প্রবেশ কৃত ভারতীয় পণ্য বহি ট্রাক থেকে ভারতীয় ২০০রুপি করে চাঁদা দিতে হচ্ছে| চাঁদাবাজদের অসাধু আচরণও অনেক ব্যবসায়ীরা মেনে নিতে পারছেন না| ব্যবসায়ী নেতৃবৃন্দরা আরো জানান সি এন্ড এফ কর্মকর্তার ও এর সাথে জড়িত বলেও অভিযোগ করেন তারা, পাশাপাশি অতি দ্রুত চাঁদাবাজি বন্ধ না করা হলে, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এই বৃহত্তম ব্যবসায়ী কেন্দ্রটি মুখ থুবড়ে পড়তে পারে| এ বিষয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রশাসনের হস্তক্ষেপ কামনা চেয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সাতক্ষীরা জেলার বৃহত্তম স্থল বন্দর ভোমরা স্থূল বন্দরটির বাংলাদেশের প্রতিটি বন্দরের মতো চাঁদাবাজি জিরো টলারেন্সের করার আবেদন জানান|
আরো পড়ুন: সাতক্ষীরায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা
3 thoughts on “সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরে ভারতীয় ট্রাকে চাঁদাবাজি”