সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন সদর-২ আসনের এমপি আশরাফুজ্জামান আশু এসময় তিনি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসা ও সুবিধা-অসুবিধার সার্বিক খোঁজ-খবর নেন। এছাড়াও ডাক্তার ও স্টাফদের অতীতের কথা ভুলে গিয়ে এখন থেকে সাতক্ষীরার সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়াই চিকিৎসা সেবা পায় সেজন্য প্রয়োজনীয় ওষুধ ও ডাক্তারদের আচার ব্যবহার এবং তাদের সেবা করার মান উন্নয়নে হাসপাতাল পরিচালক ডা. শীতল চৌধুরীকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন সাতক্ষীরা সদর এমপি।
সাধারণ মানুষ ও চিকিৎসাধীন অবস্থায় থাকা রোগীদের বিভিন্ন অভিযোগের কথা শুনে এমপি আশরাফুজ্জামান আশু হাসপাতাল কতৃপক্ষকে সতর্ক করেন, তিনি আরো বলেন আমার নির্বাচনী ইশতেহারে সরকারি হাসপাতালের মান উন্নয়ন এবং চিকিৎসা সেবা নিয়ে আমার অঙ্গীকার ছিল সেটি আমি যেকোনো মূল্যে বাস্তবায়ন করবো। আমরা সবাই জনগণের সেবক। তাই কোন হয়রানি ছাড়াই জনগণকে সকল সেবা পৌঁছে দেওয়া আমাদের দ্বায়িত্ব।
হাসপাতালে রোগীরা যদি ভালো না থাকে তাহলে আপনারাও ভালো থাকবেন না। হাসপাতালের ওষুধের কি কি ধরনের চাহিদা এবং ঘাটতি বা ডাক্তারদের কি সমস্যা তা আমাকে নিয়মিত অবগত করবেন। হাসপাতালের কোনো প্রকার অন্যায় অনিয়ম বরদাস্ত করা হবেনা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক শেখ শাখাওতুল করিম (পিটুল), সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, জেলা ছাত্র সমাজের সভাপতি ও ১নং ওয়াার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির আহবায়ক কাজী আমিনুল হক ফিরোজ, সদস্য সচিব কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি প্রমুখ।