চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদে ডুবে কামরুল হাসান (১১) ও ওমর ফারুক (৮) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার পুরানগড় ইউনিয়নের নয়াহাটের উত্তর পাশের এলাকায় সাঙ্গু নদে গোসল করতে নেমে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
আরো পড়ুন:চট্টগ্রামে ভাষার মাসে অমর একুশে বই মেলা শুরু
কামরুল হাসান ও ওমর ফারুক রানগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নয়াহাটের কালীনগর এলাকার কুয়েতপ্রবাসী আবদুল মোনাফের ছেলে। কামরুল হাসান বাজালিয়া রাইজিং স্টার স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। ওমর ফারুক পুরানগড় আল আমিন খলিলিয়া নুরানি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ত। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার চার শিশু পুরানগড় ইউনিয়নের নয়াহাটের উত্তর পাশের এলাকায় সাঙ্গু নদে গোসল করতে নামে। দুই শিশু গোসল শেষে বাড়িতে ফিরে আসে। তবে কামরুল ও ওমর গোসল শেষে বাড়িতে ফিরে আসেনি। দীর্ঘক্ষণ পরও দুই ভাই দুপুরের খাবার খেতে বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে বিকেল পাঁচটার দিকে পরিবারের সদস্য ও স্থানীয়
আরো পড়ুন:দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
লোকজন নয়াহাটের উত্তর পাশের এলাকায় সাঙ্গু নদে সৃষ্ট গর্তের পানিতে দুই ভাইয়ের স্যান্ডেল ভাসতে দেখেন। নদের ওই গর্তে জাল ফেলে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুরানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফ ম মাহবুবুল হক সিকদার প্রথম আলোকে বলেন, স্থানীয় শিশু-কিশোররা প্রায় সময় ওই এলাকায় সাঙ্গু নদের পানিতে গোসল করতে নামে। গতকাল দুপুরের দিকে চার শিশু গোসল করতে নেমেছিল। এর মধ্যে দুই শিশু গোসল শেষে বাড়িতে ফিরে এলেও দুই ভাই পানিতে ডুবে মারা যায়। সাঙ্গু নদের ওই এলাকায় মাস দেড়েক আগে বালু তোলার কারণে গর্তের সৃষ্টি হয়েছিল। ওই গর্তের পানিতে গোসল করতে নেমেই এই দুই শিশুর মৃত্যু হয়েছে।
One thought on “চট্টগ্রামে সাতকানিয়া সাঙ্গু নদে ডুবে দুই ভাইয়ের মৃত্যু”