বগুড়ার আদমদীঘির সান্তাহার বনমালী-পরমেশ্বর (বিপি) উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় চত্বরে এ আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সাংসদ ও গভর্ণর আলহাজ্ব কছিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও মাওলানা মোহসীন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা আলাউদ্দীন শেখ, মোশাররফ হোসেন, গোলাম রাব্বানী, এনামুল
হক। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মতিন তালুকদার, কামরুজ্জামান, আসলাম হোসেন, রফিকুল ইসলাম, সাজেদুর রহমান রকি, মাহফুজুর রহমান মুকুল প্রমূখ। পরে তবারক বিতরণ করা হয়।