তবে এবার কোনো ব্যক্তিগত সফরে নয়, ‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ের জন্য যুক্তরাষ্ট্র গেছেন শাকিব খান। এ যাত্রায় তার সঙ্গী হয়েছেন ‘রাজকুমার’র পরিচালক হিমেল আশরাফ। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।এ অভিনেতা এর আগে সিনেমার শুটিংয়ের প্রয়োজনে সিঙ্গাপুর, থাইল্যান্ড, লন্ডন, সুইজারল্যান্ড, ইতালি, অস্ট্রেলিয়া গেলেও এবারই প্রথম যুক্তরাষ্ট্র গেলেন।রাজকুমার সিনেমার পরিচালক হিমেল আশরাফ জানিয়েছেন, একদিনের বিশ্রাম সেরেই শুটিংয়ে নামবেন তারা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে দুই সপ্তাহ শুটিং করবেন। যেসব লোকেশনে শুটিং করা হবে, সেসব আগে কখনো বাংলাদেশি সিনেমায় দেখা যায়নি।
প্রসঙ্গত, রাজকুমার সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে হলিউড অভিনেত্রী কোর্টনি কফিকে। ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত হচ্ছে এটি। প্রেম-ভালোবাসা, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের যাত্রার গল্পকে ঘিরে তৈরি হচ্ছে ‘রাজকুমার’।
আরো পড়ুন: নাশকতার ৬ মামলায় মির্জা আব্বাসের জামিন
3 thoughts on “যুক্তরাষ্ট্র গেলেন শাকিব খান”