নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণার পর অনুসারীদের নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন বেগম রওশন এরশাদ।
আরো পড়ুন: আজ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা
শনিবার সকালে গুলশানস্থ নিজ বাসভবনে তার ঘোষিত কো-চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি এবং সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি।শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বেগম রওশন এরশাদ।
জাপার (রওশন) মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় বলেন, পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ চলমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
2 thoughts on “জরুরি বৈঠক ডেকেছেন রওশন এরশাদ”