বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কারাগারে নিয়ে বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। সিনিয়র নেতারা অসুস্থ হলেও মুক্তি নিয়ে টালবাহানা করে সরকার। রোববার (১১ ফেব্রুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ নিয়ে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান রিজভী।
আরো পড়ুন:কারামুক্ত হলেন বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স
রিজভী বলেন, মুক্তিপণ আদায়ের নামে নির্বাচনে নিতে বিএনপি নেতাদের জেলে নেওয়া হয়েছে। কারাগারে সিনিয়র নেতারা অসুস্থ হলেও তাদের মুক্তি নিয়ে টালবাহানা করছে সরকার। কারাগারে নেতাকর্মীদের ওপর এখনও নির্যাতন চলছে দাবি করে রিজভী বলেন, একদফা আন্দোলন চলতে থাকবে। জনগণের আন্দোলন দমানো যাবে না। শুধু বিএনপির ওপর হামলা করে ক্ষান্ত হয়নি, ভাগ বাটোয়ারা নিয়ে আওয়ামী লীগের নিজেরাই নিজেদের হত্যা করছে।
আরো পড়ুন:বিএনপির ২৫ হাজারের বেশি নেতাকর্মী জেলে : গয়েশ্বর
প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগের ইশারায় বিএনপিকে নির্মূল করতে প্রশাসন মাঠে নেমেছে। এছাড়া, সারাদেশে নতুন করে নেতাকর্মীদের রাজনৈতিক মামলায় জড়ানোর পাঁয়তারা চলছে। জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের পতন নিশ্চিত করা হবে।
2 thoughts on “কারাগারে নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে : বিএনপি”