লিস্ট-এ ক্রিকেটের মর্যাদা পাওয়ার পরপরই দেশ ও দেশের বাইরে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। বিশেষ করে ভারতের অনেক ক্রিকেটারকেই প্রত্যেক বছরে এই টুর্নামেন্টে খেলতে দেখা যায়। তবে আসন্ন ডিপিএলে কোনো বিদেশি ক্রিকেটারদের দেখা যাবে না। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
আরো পড়ুন:নতুন প্রধান নির্বাচক কে এই গাজী আশরাফ
আগামী ৯ মার্চ থেকে মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় এই আসর। এবার প্রাইজমানি বাড়ছে ডিপিএলে। ধারণা করা হচ্ছে, ডলার সংকটের কারণেই বিদেশি ক্রিকেটার না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে ডিপিএলকে সামনে রেখে ক্রিকেটাররা আগামী ২৮ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত দল বদলের সুযোগ পাবেন। এবার মোট চারটি ভেন্যুতে এই আসরটি গড়াবে।
আরো পড়ুন:হালিশহরে টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন সোহাগ স্মৃতি
ভেন্যুগুলো হচ্ছে- বিকেএসপির দুটি মাঠ, হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম।
One thought on “৯ মার্চ শুরু প্রিমিয়ার লিগ, নেই বিদেশি খেলোয়াড়”