রাজধানীর পল্টন থানার তিন নাশকতার মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতানা সোহাগ উদ্দিনের আদালত এই আদেশ দেন।
আরো পড়ুন:দেশকে ‘জোর যার মুলুক তার’ বানিয়েছে আওয়ামী লীগ : মির্জা ফখরুল
বিষয়টি নিশ্চিত করে দুদুর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবা বলেন, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে তার বিরুদ্ধে করা ১০টি মামলার মধ্যে ৯ মামলায় জামিন পেয়েছেন তিনি। প্রধান বিচারপতির বাসভবনে হামলায় মামলায় তিনি এখনো জামিন পাননি। ফলে তিনি আপাতত কারামুক্ত হতে পারছেন না। এর আগে রোববার (১৮ ফেব্রুয়ারি) পাঁচ মামলায় তাকে জামিন দেন আদালত।
আরো পড়ুন:ষড়যন্ত্রকারীদের চেহারা ফ্যাকাসে হয়ে গেছে : পররাষ্ট্রমন্ত্রী
উল্লেখ্য, গত বছরের ৫ নভেম্বর দিনগত রাত ১২টার দিকে শামসুজ্জামান দুদুকে তার বড় বোনের বাসা থেকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। পরদিন প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশের ওপর হামলা এবং পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় তাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। রিমান্ড শেষে গত ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।
One thought on “আরও তিন মামলায় বিএনপি নেতা দুদুর জামিন”