জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় পার্টি গণতন্ত্রকে বাঁচিয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আরও পড়ুন:সাহসের সঙ্গে সংসদে সরকারের সমালোচনা করা হবে: চুন্নু
‘গণতান্ত্রিক ধারাবাহিকতা এগিয়ে না নিয়ে জাতীয় পার্টি ধারাবাহিকতা নষ্ট করেছে’- এমন প্রশ্নের জবাবে মুজিবুল হক চুন্নু বলেন, আপনি যেটা বলছেন এটা বিএনপির কথা। জাতীয় পার্টির ইতিহাস হলো নির্বাচন বর্জন নয়। নির্বাচন ছাড়া পার্লামেন্ট রাজনীতিতে ক্ষমতা অদল-বদলের আর কোনো সুযোগ নেই। সেখানে বাংলাদেশে নির্বাচন না হয় তাহলে এখানে অগণতান্ত্রিক পদ্ধতি কায়েম হওয়ার সুযোগ ছিল। আমি তো মনে করি আমরা দেশের মানুষের জন্য গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার জন্য নির্বাচনে অংশগ্রহণ করে সঠিক কাজ করেছি।
আরও পড়ুন:সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ
মুজিবুল হক বলেন, জাতীয় পার্টি গতবারের মতো এবারও সংসদে শক্ত ও কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করবে।সংসদে জাতীয় পার্টির সদস্যসংখ্যা কম, কিন্তু সংখ্যা দিয়ে কিছু হয় না। জাতীয় পার্টির ১৩ জন সদস্য কার্যকর ভূমিকা রাখতে পারলে সংসদকে কার্যকরী করা সম্ভব।
One thought on “জাপা গণতন্ত্রকে বাঁচিয়েছে : চুন্নু”