বাংলাদেশে রাজনীতি করতে হলে মির্জা ফখরুল ও আমির খসরুদের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোহাম্মদপুরের বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগারে ড. এম ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা তিনি এসব কথা বলেন
আরো পড়ুন:এবার ক্ষমতায় না এলে উন্নয়ন লুট হয়ে যেতো : প্রধানমন্ত্রী
নানক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি অটুট-ঐক্যবদ্ধ ছিল বলেই মির্জা ফখরুল ও আমির খসরুরা জনগণকে সম্পৃক্ত করে কোনো আন্দোলন করতে পারেন নাই। এই ব্যর্থতার কারণে তাদের তওবা করে রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত। ‘আর যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় তাহলে এই খুন, ট্রেনে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যার দায় স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।’
আরো পড়ুন:সাতক্ষীরায় শিক্ষা অফিসারের নামে সীমাহীন দুর্নীতির অভিযোগ
One thought on “‘রাজনীতি করতে হলে ফখরুল-খসরুদের ক্ষমা চাইতে হবে’”