এবার পাইকগাছা পৌরসভা এলাকায় লবণ পানি উত্তোলন বন্ধে সরকারি স্লুইচ গেট তালাবদ্ধ করে রাখা হয়েছে। রোববার সকালে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে দায়িত্বরত কর্মচারী এরশাদ বয়রা সরকারি স্লুইচ গেটে তালা লাগিয়ে দেয়।
আরো পড়ুন:কুমিল্লাকে হারিয়ে প্লে-অফে বরিশাল, কপাল পুড়লো খুলনার
উল্লেখ্য, পৌরসভা লবণ পানি মুক্ত রাখতে পৌরসভা এবং উপজেলা পরিষদের মাসিক সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী পৌর এলাকার কোথাও লবণ পানি উত্তোলন না করার সিদ্ধান্ত না থাকলেও এ সিদ্ধান্ত উপেক্ষা করে কতিপয় ব্যক্তিরা শিবেরবাটী সরকারি স্লুইচ গেট এবং বয়রা সরকারি স্লুইচ গেট দিয়ে পানি ঢুকিয়ে পৌর এলাকার মধ্যে লবণ পানির চিংড়ি চাষ করে আসছে।
আরো পড়ুন:খুলনায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২৯ হাজার ৫৪৫
নিষেধাজ্ঞা কার্যকর করতে সম্প্রতি আইনজীবী ও মানবাধিকার কর্মী এ্যাডঃ এফএমএ রাজ্জাক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনী নোটিশ প্রদান করে। এদিকে সর্বশেষ পৌরসভাকে লবণ পানি মুক্ত রাখতে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড থেকে বয়রা সরকারি স্লুইচ গেট তালাবদ্ধ রাখা হয়েছে বলে পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী শাহজালাল জানিয়েছেন।
One thought on “পাইকগাছায় সরকারি স্লুইচ গেট তালাবদ্ধ”