সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। রোববার (৩ মার্চ) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৪ ফ্লাইটে রওনা হন তিনি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:বিদেশি শক্তির ওপরই বিএনপির নির্ভরতা : ওবায়দুল কাদের
নির্দিষ্ট তারিখ উল্লেখ না করে শেখ ওয়ালিদ ফয়েজ বলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শীঘ্রই সেতু মন্ত্রী ঢাকায় ফিরবেন। ২০১৯ সালের মার্চে শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সেখানে দ্রুত এনজিওগ্রাম করার পর তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে।
আরো পড়ুন:ঢাকায় আসছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী
তাকে চিকিৎসা দিতে ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবী শেঠি তখন ঢাকায় আসেন। পরে তার পরামর্শে সিঙ্গাপুরে চিকিৎসা নেন কাদের। তখন থেকে সিঙ্গাপুরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর আগেও কয়েকবার ফলোআপ করাতে সিঙ্গাপুরে গেছেন ওবায়দুল কাদের।
3 thoughts on “সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের”