বীরত্ব ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবসে ৭২ জন সদস্যকে পদক পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ মার্চ) সকাল ১০টায় পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবসের কুচকাওয়াজ শেষে তাদের পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী।
আরো পড়ুন:আমরা প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া করতে যাইনি : প্রধানমন্ত্রী
এবার ৪ ক্যাটাগরিতে ৭২ বিজিবি সদস্য পদক পেয়েছেন। এর আগে, সকাল সাড়ে ৯টায় বিজিবি সদর দপ্তরের বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে পৌঁছেন প্রধানমন্ত্রী। এরপর বিজিবি সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন তিনি।
One thought on “বিজিবির ৭২ সদস্যকে পদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী”