নারায়নগঞ্জে অস্ত্র তৈরির অভিযোগে একটি বাসা থেকে দুইটি অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জামসহ মোঃ করিম সরকার(৫৯) নামে এক ব্যাক্তিকে আটক করেছে নারায়নগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
আরো পড়ুন: সোনারগাঁয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বুধবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে নারায়ানগঞ্জ জেলার নিতাইগঞ্জ থেকে জেলা গোয়েন্দা
পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ নেয়ামত উল্লাহ এর নেতৃত্বে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সংরঞ্জামসহ কারখানা থেকে দুইটি দেশীয় রিভলভার উদ্ধার করা হয়।আটককৃত করিম সরকার চাঁদপুরের হাইমছড়ির মৃত ছিদ্দিকুর রহমান ওরফে সালাউদ্দিন এর ছেলে।অভিযানে নেতৃত্ব দেওয়া নারায়ানগঞ্জ জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশ কর্মকর্তা মোঃনেয়ামত উল্লাহ দৈনিক সংবাদ দিগন্তকে জানায়, তথ্য ছিল নিতাইগঞ্জ থেকে সারাদেশে অস্ত্র সরবরাহ করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অনুসন্ধান নামে নারায়নঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
তিনি জানান, কবুতর পালন করার আড়ালে ঘরোয়া পরিবেশে দেশীয় অস্ত্র তৈরি এবং
সরবরাহের কারবার চালেয়ে যাচ্ছিল করিম সরকার। আমরা দীর্ঘ দিন অনুসন্ধান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হই। অভিযানের সময় করিম সরকার এর কাছ থেকে দুটি দেশীয় রিভলভার ও অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।
এই বিষয়ে নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এই অস্ত্রের কারখানায় অভিযান চালানো হয়। আটককৃত করিম সরকার নব্বই দশক থেকে নারায়নগঞ্জে তার বনের বাসায় বসবাস শুরু করেন। বোনের বাসায় থেকেই অস্ত্র তৈরির কারবার চালিয়ে যাচ্ছিলেন।
তিনি আরো বলেন, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। তার অস্ত্রের ক্রেতা কারা ও সরঞ্জাম সরবরাহকারীদের নাম জানার চেষ্টা করছি। তার সাথে আরো দুইজন সঙ্গী রয়েছে।আমরা তাদেরকে আটক করার চেষ্টা চালি যাচ্ছি।
আরো পড়ুন: বাণিজ্যমেলার পর্দা নামছে আজ
2 thoughts on “নারায়নগঞ্জে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক ১”