কেউ ছোট পর্দায় কাজ করছেন দীর্ঘদিন, আবার কেউ চলচ্চিত্রে লম্বা সময় অভিনয় করে পেয়েছেন কোটি ভক্তের ভালোবাসা। শোবিজের অনেক তারকাই বর্তমানে নাম লিখিয়েছেন রাজনীতিতে। ইতোমধ্যে রাজনীতির মাঠে নেতৃত্ব দিতে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অনেক অভিনেত্রীই। পিছিয়ে নেই জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মোস্তাফা ও খ্যাতিমান নায়িকা সুজাতাও। এমপি হতে দৌড়-ঝাপ করছেন তারাও। গত ৬ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে অন্যান্য অভিনেত্রীদের সঙ্গে ফরম সংগ্রহ করেন সুবর্ণা-সুজাতাও।
আরো পড়ুন:ডিএমপির ২ ডিসিকে বদলি
এর আগেও সুজাতা দুইবার সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র কিনেছিলেন সুজাতা। যদিও এখন পর্যন্ত মনোনয়ন পাননি তিনি। এ প্রসঙ্গে সুজাতা বলেন, এই নিয়ে তৃতীয়বারের মতো সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলাম। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী এবার সদয় বিবেচনা করবেন। আমার পরিবার মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রেখেছে। আমি নিজেও মনেপ্রাণে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তাই খুব আশা নিয়ে মনোনয়ন সংগ্রহ করেছি। সবার কাছে আমি দোয়া প্রার্থী। অন্যদিকে দীর্ঘদিন সাংস্কৃতিক অঙ্গনে দৃপ্ত পদচারণার পর রাজনীতিতে নাম লেখান সুবর্ণা। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন তিনি। এবারও দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এই অভিনেত্রী।
আরো পড়ুন:লোহিত সাগরে আরো ৬ জাহাজে হাউছিদের হামলা
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অভিনেত্রীদের তালিকায় আরও রয়েছেন- তারিন জাহান, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, শিমলা, শাহনূর, তানভীন সুইটি, মেহের আফরোজ শাওন, শমী কায়সার, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, ঊর্মিলা শ্রাবন্তী কর ও শামিমা তুষ্টি। সব তারকাই আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী।