নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মেট্রোরেলে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অফিস পরিদর্শনে গিয়েছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বাংলাদেশ সচিবালয় (জাতীয় প্রেস ক্লাব) মেট্রোরেল স্টেশন থেকে মেট্রোরেলে আগারগাঁও মেট্রোরেল স্টেশনে তিনি পৌঁছান বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।
আরো পড়ুন:সাকিবের সঙ্গে হাত মেলালেন না অভিমানী তামিম
এরপর সেখান থেকে তিনি আগারগাঁওয়ের বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অফিস পরিদর্শনে যান এবং সেখানে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। বাংলাদেশ সচিবালয় (জাতীয় প্রেস ক্লাব) মেট্রোরেল স্টেশন থেকে মেট্রোরেলে আগারগাঁও মেট্রোরেল স্টেশনে পৌঁছতে সময় লেগেছে মাত্র ১৬ মিনিট। পথে ঢাকা বিশ্ববিদ্যালয়-শাহবাগ-কারওয়ান বাজার-ফার্মগেট-বিজয় সরণি স্টেশনে প্রায় এক মিনিট করে যাত্রী ওঠা-নামার সময় ছিল।
4 thoughts on “মেট্রোরেলে চড়ে অফিস পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী”