সৌদি আরবে হতাশার প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ করেছে ইন্টার মায়ামি। আল হিলালের কাছে হারের পর আল নাসরের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয় মেজর সকার লিগের দলটি। সৌদি আরবের পর এবার হংকংয়ে পা রেখেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। মেসিকে ঘিরে উন্মাদনায় ফেটে পড়েছেন ফুটবলভক্তরা। তবে চোটের কারণে মেসির ম্যাচ খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
মায়ামি কোচ আরও বলেন, ‘আমরা দুটি স্নায়ুক্ষয়ী ম্যাচ খেলেছি (আল হিলাল ও আল নাসরের বিপক্ষে)। এর আগে দুটি ম্যাচ খেলেছিলাম এল সালভাদর ও ডালাসে। তাই টানা খেলতে থাকা খেলোয়াড়দের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। কারণ, প্রাক-মৌসুমে আমাদের প্রচুর ম্যাচ খেলতে হচ্ছে।’
আরো পড়ুন: বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদকের বিবৃতি
3 thoughts on “চোট নিয়েই খেলবেন মেসি!”