Dhaka ০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মা‌টিরাঙ্গার প্রথম নারী সদস্য মনজিলা সুলতানা

  • নিউজ ডেস্ক
  • Update Time : ০৭:০০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ২৮ Time View

মা‌টিরাঙ্গার কৃ‌তি সন্তান এডভোকেট মনজিলা সুলতানা ঝুমা উপ‌জেলা হতে খাগড়াছ‌ড়ি পার্বত‌্য জেলা প‌রিষদে নারী সদস্য হিসেবে স্থান করে নিয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম।

প্রজ্ঞাপনে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ক। (৪) উপধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪ এর ২(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার ১৫ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়েছে। এ‌তে খাগড়াছড়ি জেলা পরিষদে প্রথমবারের মত নারী চেয়ারম্যান হয়ে‌ছেন জিরুনা ত্রিপুরা।

পুনর্গঠিত ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন- খাগড়াছড়ি জেলা সদরের, বঙ্গমিত্র চাকমা, অনিময় চাকমা, নিটোল মনি চাকমা, মাহবুবুল আলম, শেফালিকা ত্রিপুরা, নিটোল মনি চাকমা, ধনেশ্বর ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলার প্রশান্ত কুমার ত্রিপুরা, মো: শহিদুল ইসলাম (সুমন), জয়া ত্রিপুরা, মহালছড়ি উপজেলার কংজপু মারমা, মানিকছড়ি উপজেলার কুমার সুইচিংপ্রু সাইন, সাথোয়াই প্রু চৌধুরী, পানছড়ি উপজেলা থেকে প্রফেসর আবদুল লতিফ।

এডভোকেট মনজিলা সুলতানা জেলার মাটিরাঙা ৯ নং পৌর ওয়ার্ড মুস‌লিমপাড়া এলাকার আব্দুল মতিন ও প্র‍য়াত জরিনা বেগমের মেয়ে। পাঁচ বো‌নের ম‌ধ্যে তি‌নি বাবা মা‌য়ের তৃতীয় সন্তান।

মনজিলা মাটিরাঙা পাইলট হাই স্কুল থেকে ২০০৮ সালে এসএসসি এবং খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে ২০১০ সালে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রী অর্জন করেন।

২০১৮ সালে ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হ‌য়ে ২০২৩ সালে খাগড়াছড়ির মাটিরাঙা থেকে প্রথম নারী হিসেবে হাইকোর্টে আইনজীবী হওয়ার গৌরব অর্জন ক‌রেন।

২০২০ সালে তিনি ফেসবুক-ভিত্তিক বিনামূল্যে প্রাথমিক আইনি সহায়তা প্রদানকারী গ্রুপ ‘Know Your Rights – অধিকার জানো’ প্রতিষ্ঠা করেন এবং এর মাধ্যমে জনসাধারণকে আইনি পরামর্শ প্রদান করছেন।

শিক্ষাজীবনে তিনি শিক্ষাক্ষেত্রে ভ্যাটবিরোধী আন্দোলন ও নিরাপদ সড়ক চাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।

গেল জুলাই মা‌সে ফ‌্যা‌সিস্ট হা‌সিনা সরকার বি‌রো‌ধী আ‌ন্দোল‌নে আহত ও শহীদ ছাত্রদের পরিবারকে আইনগত সহযোগিতা প্রদান করেন।

ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামের অবহেলিত মানুষের জন্য কাজ করার প্রত‌্যয় ব‌্যক্ত ক‌রে মনজিলা ব‌লেন, পাহা‌ড়ে চলমান প্রেক্ষাপ‌টে বিরাজমান প‌রি‌স্থি‌তি‌ ও বৈষম্য কমানো এবং জীবনমান উন্নয়নে কাজ কর‌বেন ব‌লে জানান তি‌নি।

পিবিএ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

মা‌টিরাঙ্গার প্রথম নারী সদস্য মনজিলা সুলতানা

Update Time : ০৭:০০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

মা‌টিরাঙ্গার কৃ‌তি সন্তান এডভোকেট মনজিলা সুলতানা ঝুমা উপ‌জেলা হতে খাগড়াছ‌ড়ি পার্বত‌্য জেলা প‌রিষদে নারী সদস্য হিসেবে স্থান করে নিয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম।

প্রজ্ঞাপনে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ক। (৪) উপধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪ এর ২(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার ১৫ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়েছে। এ‌তে খাগড়াছড়ি জেলা পরিষদে প্রথমবারের মত নারী চেয়ারম্যান হয়ে‌ছেন জিরুনা ত্রিপুরা।

পুনর্গঠিত ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন- খাগড়াছড়ি জেলা সদরের, বঙ্গমিত্র চাকমা, অনিময় চাকমা, নিটোল মনি চাকমা, মাহবুবুল আলম, শেফালিকা ত্রিপুরা, নিটোল মনি চাকমা, ধনেশ্বর ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলার প্রশান্ত কুমার ত্রিপুরা, মো: শহিদুল ইসলাম (সুমন), জয়া ত্রিপুরা, মহালছড়ি উপজেলার কংজপু মারমা, মানিকছড়ি উপজেলার কুমার সুইচিংপ্রু সাইন, সাথোয়াই প্রু চৌধুরী, পানছড়ি উপজেলা থেকে প্রফেসর আবদুল লতিফ।

এডভোকেট মনজিলা সুলতানা জেলার মাটিরাঙা ৯ নং পৌর ওয়ার্ড মুস‌লিমপাড়া এলাকার আব্দুল মতিন ও প্র‍য়াত জরিনা বেগমের মেয়ে। পাঁচ বো‌নের ম‌ধ্যে তি‌নি বাবা মা‌য়ের তৃতীয় সন্তান।

মনজিলা মাটিরাঙা পাইলট হাই স্কুল থেকে ২০০৮ সালে এসএসসি এবং খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে ২০১০ সালে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রী অর্জন করেন।

২০১৮ সালে ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হ‌য়ে ২০২৩ সালে খাগড়াছড়ির মাটিরাঙা থেকে প্রথম নারী হিসেবে হাইকোর্টে আইনজীবী হওয়ার গৌরব অর্জন ক‌রেন।

২০২০ সালে তিনি ফেসবুক-ভিত্তিক বিনামূল্যে প্রাথমিক আইনি সহায়তা প্রদানকারী গ্রুপ ‘Know Your Rights – অধিকার জানো’ প্রতিষ্ঠা করেন এবং এর মাধ্যমে জনসাধারণকে আইনি পরামর্শ প্রদান করছেন।

শিক্ষাজীবনে তিনি শিক্ষাক্ষেত্রে ভ্যাটবিরোধী আন্দোলন ও নিরাপদ সড়ক চাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।

গেল জুলাই মা‌সে ফ‌্যা‌সিস্ট হা‌সিনা সরকার বি‌রো‌ধী আ‌ন্দোল‌নে আহত ও শহীদ ছাত্রদের পরিবারকে আইনগত সহযোগিতা প্রদান করেন।

ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামের অবহেলিত মানুষের জন্য কাজ করার প্রত‌্যয় ব‌্যক্ত ক‌রে মনজিলা ব‌লেন, পাহা‌ড়ে চলমান প্রেক্ষাপ‌টে বিরাজমান প‌রি‌স্থি‌তি‌ ও বৈষম্য কমানো এবং জীবনমান উন্নয়নে কাজ কর‌বেন ব‌লে জানান তি‌নি।

পিবিএ