যশোর জেলার মনিরামপুর উপজেলার যুবলীগ নেতা ও উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম.লৎফর রহমানের বাড়ির সামনে তার উপর হামলা চালানোর চেষ্টা চালিয়েছে স্থানীয় একটি সন্ত্রাসী চক্র। পরে বিষয়টি এলাকাবাসি জানতে পেরে মনিরামপুর থানা পুলিশকে জানালে সন্ত্রাসী বাহিনী দৌড়ে পালিয়ে যান এবং ঘটনাস্থল থেকে একাধিক ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের পর পরই যুবলীগ নেতা ও উপজেলা প্রেসক্লাবের মনিরামপুর পতিষ্ঠাতা সভাপতির উপর একের পর এক চক্রান্ত করে তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাসহ তাকে মেরে ফেরার বিভিন্ন পরিকল্পনা করে আসছে স্থানীয় কয়েকটি সন্ত্রাসী বাহিনী। এবিষয়ে মনিরামপুর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
আরো পড়ুন: যশোরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
এদিকে স্থানীয় সাধারন জনগন অভিযোগ করে বলেন, তাকে হত্যা করার জন্য এলাকার কিছু ক্ষমতাশীন সন্ত্রাসী বাহিনী ইদানিং ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। তবে এসব হচ্ছে কারো নির্দেশে এবং নির্দেশকারীদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলে মূল হোতাকারীদের চিহ্নিত করতে সহজ হবে। এসব ইন্ধনে রয়েছে একটি বড় সিন্ডিকেট।এবিষয়ে যুবলীগ নেতা ও উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম.লৎফর রহমান বলেন, আমি কারো ক্ষতি করি নাই। আমি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আজ আমার পিছনে সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দেওয়া হয়েছে এবং আমি জানি এসব কাদের নির্দেশে হচ্ছে। আমাকে সমাজে বেকায়দায় ফেলার জন্য আজ আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে। তবে আমি মনে করি এসব সন্ত্রসী বাহিনীদের আইনের আওতায় এনে সমাজের সৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন কাজ করবে বলে আশাবাদী।
এছাড়া বিভিন্ন গনমাধ্যমে আমার বিরুদ্ধে যেধরনের অপপ্রচার চালিয়ে আসছে তার কোনটাই সঠিক না। আমি একটি উপজেলা প্রেসক্লাব করায় আজ এসব সরযন্ত্র চালিয়ে আসছে তারা। গ্রামের কাগজ নামক একটি স্থানীয় পত্রিকায় আমার বিরুদ্ধে লাখ লাখ টাকার ক্যাসিনো চালাচ্ছে লুৎফর সিন্ডিকেট নামক একটি শিরোনামে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরো বলেন, গ্রামের কাগজ পত্রিকাটি আমি না শুধু তারা টাকা পেলেই মানুষকে হয়রানীমূলক ভিক্তিহীন সংবাদ প্রকাশ করে অপপ্রচার চালায়। আমার নিকট তারা চাঁদা দাবী করে কিন্তু আমি তা দিতে অশি^কার করায় আজ আমার বিরুদ্ধে এসব সরযন্ত্র বা অপপ্রচার চালিয়েছেন স্থানীয় দৈনিক গ্রামের কাজ নামক এই পত্রিকাটি। পত্রিকাটি দির্ঘদীন ধরেই সংবাদ মাধ্যমের মান ক্ষুন্ন করে আসছে।
অন্যদিকে পুলিশ প্রশাসন বলছে এবষিয়ে আমাদের অভিযান চলছে। এসব সন্ত্রাসীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে এসব সন্ত্রাসীদের কোন ছাড় দেওয়া হবেনা। আমার এবিষয়ে তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা নিব।
আরো পড়ুন: ব্রাজিলকে হারিয়ে অলিম্পিকে আর্জেন্টিনা