দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে অংশ নিয়ে হেরে যান চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাজনীতির মাঠ দাপিয়ে অবশেষে নিজের চিরচেনা ভুবনে ফিরেছেন তিনি। বর্তমানে পরিবার ও কাজ নিজেই ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। কাজের পাশাপাশি বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় মাহি। মাঝেমধ্যেই ছবি আর ভিডিও দিয়ে নেটিজেনদের নজর কাড়েন এই নায়িকা। এবার ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।
বুধবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে ছেলের একটি ভিডিও শেয়ার করে স্ট্যাটাস দেন মাহি। ক্যাপশনে ছেলের জন্য আদুরে বার্তা দেন এই চিত্রনায়িকা। ‘বাবাজান, আজ তুমি প্রথম নিজ হাতে খাচ্ছো। চিপস খেলে এখন আবার অ্যাভোকাডো খাচ্ছো। কি যে শান্তি লাগছে এসব দেখতে, তোমাকে ঠিক বোঝাতে পারব না।
আরো পড়ুন:নিলয়-মাহির ‘স্বপ্নের বাসর’
এরপর তুমি প্রথম দাঁড়াবে, মায়ের আঙুল ধরে ওই ছোট ছোট পা দুইটা দিয়ে হাঁটবে, আমি ভাবতেই পারছি না কি যে আনন্দ হবে আমার। বাবাজান জানো, আমি ওই উপরওয়ালার কাছে এই জীবনে আর কিছুই চাই না, শুধু তোমাকে বড় হতে দেখতে চাই। তোমার কাছে থাকতে চাই, তোমাকে বুকে জড়িয়ে ধরে প্রতিদিন ঘুমাতে চাই, শেষ নিশ্বাস পর্যন্ত ভালোবাসতে চাই। আল্লাহ তোমাকে আমার মাথার চুল পরিমাণ নেক হায়াৎ দেক।’ প্রসঙ্গত, ২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। ২০২৩ সালের ২৮ মার্চ পুত্রসন্তানের বাবা-মা হন এই দম্পতি।
2 thoughts on “ছেলেকে নিয়ে মাহির আবেগঘন স্ট্যাটাস”