ঢাকায় বসবাসরত মধ্যনগর উপজেলার স্থায়ী বাসিন্দাদের নিয়ে ঢাকাস্থ মধ্যনগর কল্যাণ সমিতির সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক সভায় সর্ব সম্মতিক্রমে ঢাকাস্থ মধ্যনগর উপজেলা কল্যাণ সমিতির সমন্বয় কমিটি গঠন করা হয়।
আরো পড়ুন: রোহিঙ্গাদের দখলে টেকনাফ পৌরসভার ফুটপাত
সংশ্লিষ্টরা জানিয়েছেন,এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এলাকার সার্বিক কল্যাণ এবং ঢাকায় বসবাসরত মধ্যনগর বাসীদের মধ্যে যোগাযোগ রক্ষার্থে , সহযোগিতা এবং সামাজিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যেই এর যাত্রা শুরু করা হয়েছে। ঢাকায় বসবাসরত মধ্যনগর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে সংঘবদ্ধ করা লক্ষ্যে প্রাথমিকভাবে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।পরবর্তীতে সকলে একত্রিত হয়ে এই সংগঠনের পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।
এসময় বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো.গোলাম হায়দারকে উপদেষ্টা এবং ১৪ সদস্যের নাম উল্লেখ করে সংগঠনটির সমন্বয় কমিটি গঠন করা হয়। সমন্বয় কমিটির সদস্যরা হলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রমা বিজয় সরকার,সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদার,সিলেট পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশী মোহন সরকার,বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা সাইদুল কিবরিয়া, উত্তম কুমার কানু,ঢাকাস্থ সুনামগঞ্জ কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক রাজিব কুমার রায় চয়ন,গোলাম ফারুক,প্রকৌশলী আবদুল ওয়াদুদ তালুকদার,ব্যাংক কর্মকর্তা মোস্তাহিদুর রেজা চৌধুরী,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সহ সম্পাদক মো:নিজাম উদ্দিন,বিসিএস স্বাস্থ্য কর্মকর্তা ডা.মুক্তাদির হোসেন,বিধান তালুকদার, আল মামুন, আসিফ আহমেদ অভি।
এছাড়াও সভায় ঢাকায় বসবাসরত মধ্যনগরের শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্থরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৪