২১ ফেব্রুয়ারি আমাদের মাথানত করতে শেখায়নি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে ও মর্যাদা নিয়ে চলবো। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক-২০২৪ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু মাতৃভাষার অধিকার আদায়ের সংগ্রাম গড়ে তুলেছিলেন, তার পথ বেঁয়ে আসছে আমাদের স্বাধীকার। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সারাবিশ্ব আন্তর্জাতিক ভাষা দিবস পালন করে। তিনি বলেন, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলার চেষ্টা হয়েছে। সে সময়কার গোয়েন্দাদের প্রতিবেদনে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান উঠে এসেছে। অনেকে বলেন তিনি তো জেলে ছিলেন। আন্দোলন গড়ে তুলেছেন বলেই তো তিনি জেলে ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য একুশে পদক দিতে পেরে আনন্দিত, গর্বিত। সমাজে এমন আরও অনেক গুণী আছে। একসঙ্গে তো সবাইকে দেওয়া সম্ভব নয়। তবে, ত্যাগী এই মানুষদের খুঁজে বের করা সমাজের উচ্চ শ্রেণির দায়িত্ব।
আরও পড়ুন:একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
এর আগে, অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ বিশিষ্ট ব্যক্তির হাতে ‘একুশে পদক ২০২৪’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
4 thoughts on “২১ আমাদের মাথানত করতে শেখায়নি : প্রধানমন্ত্রী”