গত ২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি: কেএমপি’র লবণচরা থানা পুলিশেরে একটি বিশেষ টিম কর্তৃক উক্ত থানাধীন পুটিমারী এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের সক্রিয় সদস্য ১) অমিও রায়(২৮), পিতা-চিত্তরঞ্জন রায়, সাং-পুটিমারী, থানা-লবণচরা; ২) মোঃ আরিফুল শেখ(৩২), পিতা-মতলেব শেখ, সাং-নারকেলতলা, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-গল্লামারী, থানা-সোনাডাঙ্গা মডেল; ৩) মোঃ মানিক মীর(২৭), পিতা-আশরাফ আলী মীর, সাং-রূপসা ব্রীজের উত্তর পাশে, থানা-লবণচরা এবং ৪) মেহেদী হাসান(২৪), পিতা-মোঃ মোফাজ্জেল মোল্লা, সাং-বিরাট, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা, এ/পি সাচিবুনিয়া সুইজ গেট, থানা-লবণচরা খুলনা মহানগরীদের’কে ০১ (এক) টি লোহার তৈরী ট্রাক বডি মালামাল বহনকারী ট্রলার; ০১ (এক) টি বড় অক্সিজেন সিলিন্ডার; ০১ (এক) টি ১২ কেজির গ্যাস সিলিন্ডার; ০১ (এক) টি এক সিলিন্ডার ট্রলারের ইঞ্জিন (সেলো মেশিন); ০১ (এক) টি লোহার তৈরী সাবল; ০১ (এক) টি ১২ ইঞ্চি সেলাই রেঞ্জ; ০১ (এক) টি প্লাস; ০১ (এক) টি লোহার হাতুড়িসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে লবণচরা থানার মামলা নং-২৭, তারিখ-২২/০২/২০২৪ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১৩ পেনাল কোড রুজু করা হয়েছে।
https://youtu.be/Cr0wMJuP9Xc?si=HVk94I5xqGFCC-4n
One thought on “কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে চোরাই ট্রলারসহ গ্রেফতার ৪”