খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের নগর ও পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ রেজাউল করিম প্রো- ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হয়েছেন পদার্থ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. মো: হারুনর রশিদ খান।
গত ১৭ অক্টোবর উপসচিব মোছা: রোকসানা বেগম সাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারী করেন। খুলনা বিশ্ববিদ্যালয় আইন( ১১)১ ধারা অনুযায়ী রাস্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. রেজাউল করিমকে ৪ বছর মেয়াদে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর নিযুক্ত করা হয়। নিয়োগের শর্তে বলা হয় ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে।এই পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা পাবেন।
এছাড়া বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষনিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রফেসর ড. রেজাউল করিম হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ভাইস চ্যান্সেলর এবং এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিযুক্ত তৃতীয় ভাইস চ্যান্সেলর। এছাড়া পৃথক প্রজ্ঞাপনে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর (প্রো- ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. মো: হারুনর রশীদ খান। তিনি ৪ বছর মেয়াদে নিয়োগ পেয়েছেন।
এ পদে বর্তমান পদের সমপরিমাণ বেতম,ভাতা এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন। সেই সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষনিকভাবে অবস্থান করবেন। একই দিনে পৃথক প্রজ্ঞাপনে একই বিশ্ববিদ্যালয়ের ব্যাবসা প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. নুরুন্নবী কে ৪ বছর মেয়াদে খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ প্রদান করা হয়। তিনি ও বর্তমান তার পদের সমপরিমাণ বেতন,ভাতা সমপরিমাণ সুযোগ সুবিধা ভোগ করবেন। এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষনিক অবস্থান করবেন।