খুলনায় বটিয়াঘাটা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মো: কবির মোল্লা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।নিহত কবির মোল্লা নোয়াইলতলা এলাকার মো: রাসেদ মোল্লার পুত্র।
আরো পড়ুন: কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার ১১
শনিবার (০৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে বারটায় এ ঘটনাটি ঘটেছে।জানা যায়, নোয়াইলতলা গ্রামের সুফিয়া বেগম (৬০) জমিতে কাজ করছিলো। খোরশেদ মোল্লার ছেলে কবির মোল্যা(৫০)বেলা ১২ টার সময় জানতে পারে তার জমিতে জোরপূর্বক সুফিয়া বেগম কাজ করছে, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে সুফিয়া বেগমের কাজে বাধা দিলে দুজনেই বাক বিতন্ডে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সুফিয়া বেগম (৬০) উত্তেজিত হয়ে হাতে থাকা কোদাল দিয়ে কবির মোল্লার মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তিনি অচেতন হয়ে পড়েন। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষোনা করে। পরে তাকে ময়না তদন্তের জন্য খুলনা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়।মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আসামি সুফিয়া বেগম পালানোর সময় বটিয়াঘাটার পুলিশ সদস্যরা জনগনের সহযোগিতায় বুজবুনিয়া গ্রাম থেকে তাকে আটক করে। এ বিষয়ে বটিয়াঘাটা থানায় একটা হত্যা মামলা দায়ের হয়েছে।
আরো পড়ুন: মেট্রোরেলে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি অবান্তর
10 thoughts on “খুলনা বটিয়াঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে নিহত ১”