কালিগঞ্জে পৃথক দুটি ডেন্টালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলায় মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঝিনাইদহ ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের এ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ফিরোজ ডেন্টালকে ৪০ হাজার টাকা ও ঢাকা ডেন্টালকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, খারাপ দাঁতের পরিবর্তে ভালো দাঁত তুলে ফেলা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে ফিরোজ ডেন্টালকে ৪০ হাজার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ঢাকা ডেন্টাল ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর আলমগীর কবির,পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক জহুরুল হক বিপ্লব এবং পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা।
আরো পড়ুন: সংরক্ষিত আসনে মনোনয়ন নিলেন রোকেয়া প্রাচী
One thought on “কালীগঞ্জে পৃথক দুটি ডেন্টালে ভোক্তা অধিকারের জরিমানা”