ঝিনাইদহের শৈলকুপায় আপন দুই ভাইয়ের হাতে চাচা লাল্টু মোল্ল্যা (৩৫) হত্যাকান্ডের ঘটনায় মিরাজ নামের এক ভাতিজাকে গ্রেপ্তার করেছে র্্যাব পুলিশের যৌথ বাহিনী।
গত ১লা জানুয়ারী(বৃহস্পতিবার) বড় ভাবী রিভাকে পরকীয়ার জের ধরে বাড়ী থেকে পালিয়ে বিয়ে করার ঘটনায় যৌথ পরিবারের মাঝে বিরোধে আসাদ ও মিরাজ নামের দুই ভাই তার চাচা লাল্টু মোল্ল্যাকে পার্শ্ববর্তী কাঁকুড়িয়াডাঙ্গা বিলের মাঠে কুপিয়ে হত্যা করেছিল।৩রা ফেব্রুয়ারী (শনিবার) দুপুরে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বিলজানি বাজার থেকে র্্যাব ও পুলিশ যৌথ বাহিনী মিরাজকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মিরাজ ভবানিপুর গ্রামের ইটালী প্রবাসী লকাই মোল্ল্যার ছেলে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শফিকুল ইসলাম চৌধুরী শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।
https://youtu.be/jUzwZkxWV9k?si=k-WW-t-VkveccWFR
Nice