ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলা থেকে অপরাধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৬। সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে, উপজেলার হরিশপুর এলাকার মোঃ ইচাহাক মন্ডলের ছেলে মোঃ মিটুল মন্ডল (৩৩) ও চটকাবাড়ী গ্রামের মোঃ আক্কাচ আলীর ছেলে মোঃ জহুর ইসলাম (৩৫)।
আরো পড়ুনঝিনাইদহে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড
র্যাব জানান,আসামীরা একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য। অভিযোগ রয়েছে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ভবান্দপুর গ্রামের মোঃ আইয়ুব আলী গত ২০২৩ সালের ২৪ এপ্রিল আনুমানিক সকাল ৯ টার সময় নিজ বাড়ি থেকে তার কথিত ধর্ম ছেলে আলী হোসেনের সঙ্গে বের হয়।
আরো পড়ুন:ঝিনাইদহে জব্দকৃত অবৈধ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ধবংস
পরবর্তীতে সন্ধা ঘনিয়ে আসলেও তিনি বাড়িতে ফিরে না আসায় তার একমাত্র জামাই আব্দুল আলিম শ্বশুরের খোজ করতে থাকে। শশুরকে খুঁজে না পেয়ে এবং একই তারিখে বিভিন্ন মোবাইল থেকে ফোন করে মুক্তিপণ দাবিতে শশুরকে ছেড়ে দেওয়ার আশ্বাস দেওয়ায় রাণীশংকৈল থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেন। এছাড়াও অভিযুক্তরা ভুক্তভোগীকে দিয়ে আত্মীয় স্বজনদের সাথে কথা বলায় এবং টাকার বিনিময়ে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য আকুতি জানায়। চাহিদাকৃত টাকা না দিলে তাকে হত্যার হুমকিও প্রদান করা হয়। পরে ভুক্তভোগীর জামাই রাণীশংকৈল থানায় মোঃ আলি হোসেনসহ আরো অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলায় মিটুল মন্ডল ও জহুর ইসলামের সংশ্লিষ্টতা পেয়ে সোমবার রাতে র্যাব তাদেরকে গ্রেফতার করে।
4 thoughts on “ঝিনাইদহে অপরাধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার”