পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বাস-ট্রাকের সংঘর্ষে অন্তত ১৫ জনের মৃত্যু এবং ৪৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৯ ফেব্রুয়ারি) দেশটির মধ্যাঞ্চলে এ দুর্ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, বাসটি কেন্দ্রীয় শহর মোপ্তি থেকে রাজধানী বামাকোর দিকে যাচ্ছিল। পথে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। মালিতে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রাস্তার বেহাল দশা এবং যানবাহনের ত্রুটি ও লোকজনের অবহেলার কারণে দেশটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন:এক বছরে আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৬৪.৫৮ শতাংশ
এর আগে, গত ডিসেম্বরের শেষের দিকে মালিতে একটি সোনার খনির টানেল ধসে ৭০ জনেরও বেশি শ্রমিকের মৃত্যু হয়। আফ্রিকার অন্যতম শীর্ষ সোনা উত্তোলনকারী দেশ মালি। তা সত্ত্বেও এটি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি।
One thought on “মালিতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৫”