বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক ‘ভারতরত্ন’ সম্মাননা পাচ্ছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে অফিসিয়াল অ্যাকাউন্টে এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি লিখেছেন, আদভানিকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ভারতরত্ন’ দেওয়া হবে। এই সম্মান প্রদানের কথা জানাতে আদভানির সঙ্গে কথাও বলেছি। তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি। নরেন্দ্র মোদি লিখেছেন, তাকে (লালকৃষ্ণ আদভানি) ভারতরত্ন পদক প্রদান আমার জন্য খুবই আবেগপূর্ণ মুহূর্ত। আদভানির সঙ্গে দুটি ছবিও তিনি ট্যাগ করেছেন পোস্টে।
আরো পড়ুন:গাজায় চার মাসে এতিম ১৭ হাজার শিশু
প্রবীণ রাজনীতিবিদ আদভানির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, তিনি আমাদের সময়ের সবচেয়ে সম্মানিত রাষ্ট্রনায়কদের একজন। ভারতের উন্নয়নে তার অবদান স্মরণীয়। তার এমন একটি জীবন যা তৃণমূলে কাজ করা থেকে শুরু করে আমাদের উপপ্রধানমন্ত্রী হিসেবে জাতির সেবা করা পর্যন্ত তিনি অবদান রেখেছেন। তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইএন্ডবি মন্ত্রী হিসেবেও নিজেকে আলাদা করেছেন। তার সংসদীয় ভূমিকা সবসময়ই অনুকরণীয়, তিনি অন্তর্দৃষ্টিতে পূর্ণ সমৃদ্ধ।
আরো পড়ুন:ইসরায়েলে হুতিদের ব্যালিস্টিক মিসাইল হামলা
৩২ বছর আগে বাবরি মসজিদ ভাঙার ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন আদভানি। ২০২০ সালে তাকেসহ অন্যদের খালাস দেওয়া হয়। আদালত রায়ে বলেছিল, বাবরি মসজিদ ভাঙা কোনো পরিকল্পিত ঘটনা ছিল না। তাই আসামিদের কোনো দায় নেই।
3 thoughts on “‘ভারতরত্ন’ সম্মাননা পাচ্ছেন লালকৃষ্ণ আদভানি”