ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় হামাসের কাছে জিম্মি ৭ ইসরায়েলি নিহত হয়েছেন। এ নিয়ে জিম্মি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। সর্বশেষ নিহত ৭ জনের মধ্যে ৪ জন ইসরায়েলি এবং ৩ জন বিদেশি নাগরিক বলে জানা গেছে। তবে কখন, কোথায় এই ৭ জিম্মি নিহত হয়েছেন, তা পরিষ্কার করেননি এই প্রতিরোধ যোদ্ধা। শুক্রবার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে এ তথ্য দিয়েছে হামাসের সামরিক বিভাগ আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা।
আরো পড়ুন:দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে গাজার প্রায় ৬ লাখ মানুষ
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, টেলিগ্রাম পোস্টে আবু উবাইদা বলেছেন, গাজায় গত প্রায় ৫ মাসে ইসরায়েলি বাহিনীর বোমায় বেশ কয়েকজন জিম্মি নিহত হয়েছেন। শুক্রবার নিহতের মধ্যে দিয়ে সেই সংখ্যা ৭০ জন ছাড়িয়েছে। হামাস এই সাতজনের মধ্যে তিনজনের নাম প্রকাশ করেছে। তারা হলো চাইম গারশন পেরি (৭৯), ইয়োরাম ইতাক মেতগার (৮০), আমিরাম ইসরায়েল কুপার (৮৫)। তবে বাকি চারজনের নাম প্রকাশ করেনি হামাস।
আরো পড়ুন:গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে গায়ে আগুন দিলেন মার্কিন সেনা
হামাস জানায়, আমরা আগেই ঘোষণা করেছিলাম যে ওইসব জিম্মিদের পাহারার দায়িত্বে থাকা আমাদের যোদ্ধাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা ধারণা করেছিলাম, ইহুদিবাদীদের হামলায় তারা এবং তাদের সাথে থাকা বন্দীরাও নিহত হয়েছেন। তবে সাম্প্রতিক অনুসন্ধানে এ ঘটনার সত্যতা পাওয়া গেছে। আর তা হয়েছে ইহুদিবাদীদের বোমা হামলায়।