যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কিং সিটিতে একটি আবাসিক ভবনের সামনের খোলা চত্বরে পার্টি চলাকালে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর এবিসি নিউজের।
আরো পড়ুন:সাবেক কর্মীর কাছে হারলেন ট্রাম্প
স্থানীয় সময় রোববার (৩ মার্চ) সন্ধ্যায় ওই পার্টি চলাকালে হঠাৎই গাড়িতে করে মাস্ক পড়া অজ্ঞাত বন্দুকধারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা পার্টির লোকজন লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজন প্রাপ্তবয়স্ক পুরুষ মারা যান। গুলিবিদ্ধ এক নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
আরো পড়ুন:গাজার উত্তরাঞ্চলে বিমান হামলা, নিহত ২০
গুলিবিদ্ধ আরো তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কিং সিটি পুলিশ। তারা জানিয়েছে, পলাতক হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
One thought on “ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৪”