রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির স্ত্রী ও কন্যার সঙ্গে ‘রুদ্ধদ্বার’ বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় নাভালনির মৃত্যুতে তার পরিবারের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় উল্লেখ করে গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোয় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
আরো পড়ুন:অর্ধশতাব্দী পর চন্দ্রাভিযানে সফল যুক্তরাষ্ট্র
হোয়াইট হাউস জানিয়েছে, এই রুদ্ধদ্বার বৈঠকে বাইডেন বলেন, অ্যালেক্সেই নাভালনির উত্তরাধিকার রাশিয়া ও সারা বিশ্বের মানুষ বহন করবে। সারা বিশ্বের মানুষ স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের জন্য লড়াইয়ে নাভালনির কাছ থেকে অনুপ্রেরণা পাবে।
আরো পড়ুন:মজুতকারীদের গণধোলাই দেওয়া উচিত : প্রধানমন্ত্রী
প্রসঙ্গত গত শুক্রবার রাশিয়ার একটি কারাগারে সাজা ভোগ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে ৪৭ বছর বয়সী অ্যালেক্সেই নাভালনির মৃত্যু হয়। রুশ কারা কর্মকর্তারা নাভালনির মৃত্যুর কথা ঘোষণা করার পরই হোয়াইট হাউসে বাইডেন বলেন, ‘আমরা জানি না ঠিক কী ঘটেছিল, তবে এতে কোনো সন্দেহ নেই যে নাভালনির মৃত্যু পুতিন ও তার গুন্ডাদের কারণে হয়েছে।’ এদিকে সপ্তাহ পার হলেও নাভালনির মরদেহ এখন পর্যন্ত বুঝে পায়নি তার পরিবার।
3 thoughts on “নাভালনির স্ত্রী-কন্যার সঙ্গে বাইডেনের রুদ্ধদার বৈঠক”