আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দারাবাদের অধিনায়কত্ব করবেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। গত আসরে হায়দারাবাদকে নেতৃত্ব দেওয়া দক্ষিণ আফ্রিকান এইডেন মার্করামের স্থলাভিষিক্ত হচ্ছেন কামিন্স। গত ডিসেম্বরে আইপিএলের মিনি নিলামে সাড়ে ২০ কোটি রুপিতে কামিন্সকে দলে নেয় দলটি। আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন কামিন্স।
আরো পড়ুন:আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল
তবে ওই নিলামেই কামিন্সের রেকর্ড ভেঙ্গে দেন তারই সতীর্থ পেসার মিচেল স্টার্ক। রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগ দিতে ২০২৩ সালের আইপিএলে খেলেননি কামিন্স। সেই বছরই কামিন্সের নেতৃত্বে আইসিসি ইভেন্টে বড় দুটি ট্রফি জয়ের স্বাদ পায় অজিরা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে নেয় অজিরা। এবার অধিনায়ক হিসেবে কামিন্সের নেতৃত্ব দক্ষতায় মুগ্ধ হয়ে তার কাঁধেই দায়িত্ব তুলে দিচ্ছে হায়দারাবাদ ফ্র্যাঞ্চাইজি।
আরো পড়ুন:ধর্মশালা টেস্টের দল ঘোষণা করল ভারত
তবে এর আগে কখনো আইপিএল বা টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে কোনো দলের অধিনায়কত্ব করেননি কামিন্স। উল্লেখ্য, আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৭তম আসর। জানা গেছে, ভারতের লোকসভা নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের পরই আইপিএলের সূচি প্রকাশ করা হবে। এ নিয়ে দায়িত্বরতদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
One thought on “এবার হায়দরাবাদের নেতৃত্বে বিশ্বকাপজয়ী কামিন্স”