গাইবান্ধা পৌরসভার খাঁপাড়া, ভিএইড রোড ও মধ্যাপাড়ায় গতকাল মঙ্গলবার ১টি আরসিসি সড়ক ও ৩টি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এই কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতলুবর রহমান। কোভিড-১৯ প্রকল্পের আওতায় ৩০ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে এসআর ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
আরো পড়ুন:গাইবান্ধায় পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত
উদ্বোধনের সময় উপসি’ত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: এরশাদ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী মো: রেজাউল হক, প্যানেল মেয়র মো. শহীদ আহমেদ, গাইবান্ধা চেম্বার অব কমার্সের পরিচালক ঠিকাদার দিপংকর সাহা বাপ্পাসহ পৌর কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, মধ্যপাড়ার বিপ্লব হকের বাড়ি হতে বিদ্যুৎ মিয়ার বাড়ি পর্যন্ত ১টি আরসিসি সড়ক ও খাঁপাড়ার ফেরদৌস মিয়ার বাড়ি হতে রেজা মিয়ার বাড়ি পর্যন্ত আরসিসি ড্রেন, মাস্টারপাড়ার মোজাম্মেল হকের বাড়ি হতে ভিএইড রোড পর্যন্ত আরসিসি ড্রেন, মধ্যপাড়া বিপ্লব হকের বাড়ি হতে বিদ্যুৎ মিয়ার বাড়ি পর্যন্ত আরসিসি ড্রেন।