জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার লক্ষে বিপ্লবী কমিউনিস্টলীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শনিবার শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সম্পাদক রেবতী বর্মণের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ বক্তব্য দেন সংগঠনের জেলা সদস্য আব্দুল্লাহ সরকার, সুকুমার বর্মন, মীরা মহন্ত, সাইফুল ইসলাম, খলিলুর রহমান, সাদেকুর রহমান, উত্তম বর্মন প্রমুখ।
আরো পড়ুন: গাইবান্ধায় বাংলা ইশারা ভাষা দিবস পালন
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, খাদ্য নিরাপত্তার জন্য পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু, দুর্নীতি লুটপাট, ব্যাংক ডাকাতি, বিদেশে পাচারকৃত টাকা উদ্ধার, জড়িতদের গ্রেফতার ও বিচার, শিক্ষা-চিকিৎসা-কর্মসংস্থানসহ জনজীবনের সংকট নিরসন এবং অবিলম্বে গাইবান্ধায় মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার দাবি জানান।
2 thoughts on “গাইবান্ধায় বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ সমাবেশ”