বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা সদর উপজেলা শাখার সম্মেলন স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের সূচনা করা হয়।
আরো পড়ুন: গাইবান্ধায় চরম অনাদরে পড়ে আছে শহীদ মিনার
সম্মেলনের উদ্বোধন করেন জেলা সিপিবির সাবেক সভাপতি ওয়াজির রহমান রাফেল। সম্মেলন উপলক্ষে একটি লাল পতাকা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক করে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি চত্বরে এসে হয়। সদর উপজেলা কমিটির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন প্রধান অতিথি কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, জেলা সভাপতি অ্যাড. শাহাদত হোসেন লাকু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ। সঞ্চালনা করেন সদর উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাড মুরাদ জামান রব্বানী।
সমাবেশে কমরেড মিহির ঘোষ বলেন, বর্তমান দু:শাসন থেকে দেশের মানুষকে মুক্ত করতে হলে কমিউনিস্ট পার্টিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং অতীতের ধারাবাহিকতায় কমিউনিস্ট পার্টি সে দায়িত্ব যথাযথভাবে পালন করবে। আর সেজন্য পার্টির নেতাকর্মীদের প্রস’তি গ্রহনের আহবান জানান। উদ্বোধনী সমাবেশ শেষে ২য় অধিবেশন (কাউন্সিল) অনুষ্ঠিত হচ্ছে। এ খবর লেখা পর্যন্ত কাউন্সিল চলছিল।
আরো পড়ুন: গাইবান্ধায় হ্যান্ডবল লীগের উদ্বোধন
2 thoughts on “গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির সদর উপজেলা সম্মেলন ”