গাইবান্ধায় বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি কর্মকর্তা ও সমমনা সংগঠনের সাথে মঙ্গলবার দুপুরে এসকেএস ইন সম্মেলন কক্ষে সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান কেয়ার বাংলাদেশের আয়োজনে ও সৌহার্দ্য কর্মসুচির অংশ হিসেবে এই সংযোগ সভা অনুষ্ঠিত হয়।
সংযোগ সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান, সিভিল সার্জন আব্দুল্লাহেল মাফী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. নার্গিস জাহান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি রেজাউল হক, সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, এসকেএস প্রতিনিধি আশরাফুল ইসলাম, গ্রাম উন্নয়ন কমিটির মঞ্জুয়ারা বেগম, শেফালি বেগম, আব্দুল আজিজ প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশ উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। উন্নয়নের সহযোগী নারী পুরুষ উভয়ই। কিন্তু এই বাল্য বিয়ের কারণেই দেশ অগ্রগতিতে বাঁধাগ্রস্ত হচ্ছে এবং হবে। সেই কারণে বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে কাজ করতে হবে। অনুষ্ঠানে বাল্য বিবাহের ক্ষতিকর দিক এবং প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আরো পড়ুন: গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
3 thoughts on “গাইবান্ধায় বাল্য বিবাহ প্রতিরোধে সংযোগ সভা”