জাতীয় ভোটার দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে আজ শনিবার বর্ণাঢ্য র্যালি, স্মার্ট কার্ড প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ হাসান সিদ্দিকী। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপাার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম, এনডিসি জুয়েল মিয়া, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, সাদুল্যাপুর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মাহাবুবুল আলম বসুনিয়া প্রমুখ। জেলা নির্বাচন অফিসার বলেন, ভোটাররা স্মার্ট কাডের মাধ্যমে ৩০টি সেবা পাচ্ছেন। তিনি বলেন, ২০২৪ সালের ১৬ জানুয়ারী পর্যন্ত গাইবান্ধার ৭টি উপাজেলা ও ৪টি পৌরসভায় ২০ লাখ ৮৬ হাজার ভোটার তালিকা করা হয়েছে। আলোচনা শেষে নতুন ভোটারদের মধ্যে স্মার্ট কাড প্রদান করা হয়।
3 thoughts on “গাইবান্ধায় জাতীয় ভোটার দিবস পালিত”