বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেল পাঁচটায় শহরের জনতা ব্যাংকের মোড়ে উক্ত কর্মসূচি পালন করা হয়।
আরো পড়ুন: ফিলাডেলফিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড
অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান ও শ্বেতপত্র প্রকাশ, বিদেশে পাচারকৃত টাকা উদ্ধার, খেলাপি ঋণ আদায়সহ জড়িত ও দায়ীদের শাস্তি, আর্থিক খাতের অব্যবস্থাপনা ও অনিয়ম দূরকরা সহ সর্বত্র স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে বাম গণতান্ত্রিক জোট এ কর্মসূচি পালন কর।
বাম গণতান্ত্রিক জোট সংগঠনের ফরিদপুর জেলা শাখার সমন্বয়ক রফিকুজ্জামান লায়েকের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, জেলা রিক্সা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমদাদ মিয়া, ফরিদপুর জেলা সিপিবি’র সম্পাদক মন্ডলির সদস্য বেলায়েত হোসেন, জেলা কমিটির সদস্য আশরাফুল আলম বাবু। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে অর্থ পাচারকারী, অনিয়ম ও লুটপাট কারীদেরকে খুজে বের করে শাস্তির আওতায় আনার জন্য সরকারের নিকট দাবি জানান।
আরো পড়ুন: বাণিজ্যমেলার পর্দা নামছে আজ
2 thoughts on “ফরিদপুরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ পালন”