বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সোনারগাঁয়ে আগমনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। শনিবার (২ মার্চ) সকালে সোনারগাঁও রয়েল রিসোর্টে আসলে তাকে শুভেচ্ছা জানানো হয়।
আরও পড়ুন:গাউসুল আজম মার্কেটে আগুন
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসমের নেতৃত্বে সোনারগাঁ আওয়ামী লীগের নেতারা তাকে ফুলের শুভেচ্ছা জানান। পরে এমপি কায়সার স্পিকার ড. শিরিন শারমিনকে একে একে পরিচয় করিয়ে দেন।
আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ বিকেলে
জানা্ যায়, সোনারগাঁও উপজেলার রয়েল রিসোর্টে পীরগঞ্জ-রংপুর সমিতি, ঢাকা আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও পিকনিকে আসেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। এসময় পীরগঞ্জের পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন রাজা উপস্থিত ছিলেন।
One thought on “সোনারগাঁয়ে স্পিকারকে শুভেচ্ছা জানাল আ.লীগ”