Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নিত্যপণ্যের বাজার লুটেরা মাফিয়া-সিন্ডিকেটের নিয়ন্ত্রণে : ইনু

নিত্যপণ্যের বাজার লুটেরা মাফিয়া-সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদের জাতীয় কমিটির দুই দিনব্যাপী সভার তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:আব্দুল্লাহপুরে আবাসিক হোটেল আকবরে নারী বাণিজ্যের হোতা এরা কারা?

হাসানুল হক ইনু বলেন, রাজনীতি ও সমাজে কালো টাকা ও পেশিশক্তির দাপট বেড়েই চলেছে। রাজনীতিতে পরিবারতন্ত্র ও জ্ঞাতি সম্পর্কেও প্রভাব বেড়েছে। তিনি বলেন, রাষ্ট্রীয় ও রাজনৈতিক ক্ষমতার ছাতার নিচ থেকে লুটেরা-দুর্নীতিবাজদের বের করে দেওয়া, নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেটের প্রভাব ধ্বংস করা, আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করা, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ক্রমবর্ধমান বৈষম্য টেনে ধরা এখন জাতীয় প্রধান কর্তব্য।

তিনি আরও বলেন, দেশ পরিচালনা, শাসন-প্রশাসনে জনগণের অংশগ্রহণ ও ক্ষমতায়নের জন্য একটি সুনির্দিষ্ট নতুন জাতীয় রাজনৈতিক কর্মসূচি ও কর্মকৌশল প্রণয়ন করাই গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক শক্তির কর্তব্য। জাসদ সভাপতি বলেন, সব বাধার মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠান ছিল একটি বিরাট রাজনৈতিক ও সাংবিধানিক চ্যালেঞ্জ। নির্বাচনে কিছু আসনে চিহ্নিত সন্ত্রাসী ও সাম্প্রদায়িক ব্যক্তিকে জিতিয়ে আনা হয়েছে। তবুও নির্বাচনের মধ্য দিয়ে দেশের সংবিধান সমুন্নত থেকেছে এবং সব ষড়যন্ত্র-চক্রান্ত পরাজিত হয়েছে। সভায় জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি রবিউল আলমসহ বিভিন্ন কমিটির সদস্য এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী দলীয় প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

নিত্যপণ্যের বাজার লুটেরা মাফিয়া-সিন্ডিকেটের নিয়ন্ত্রণে : ইনু

Update Time : ০৫:০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪

নিত্যপণ্যের বাজার লুটেরা মাফিয়া-সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদের জাতীয় কমিটির দুই দিনব্যাপী সভার তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:আব্দুল্লাহপুরে আবাসিক হোটেল আকবরে নারী বাণিজ্যের হোতা এরা কারা?

হাসানুল হক ইনু বলেন, রাজনীতি ও সমাজে কালো টাকা ও পেশিশক্তির দাপট বেড়েই চলেছে। রাজনীতিতে পরিবারতন্ত্র ও জ্ঞাতি সম্পর্কেও প্রভাব বেড়েছে। তিনি বলেন, রাষ্ট্রীয় ও রাজনৈতিক ক্ষমতার ছাতার নিচ থেকে লুটেরা-দুর্নীতিবাজদের বের করে দেওয়া, নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেটের প্রভাব ধ্বংস করা, আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করা, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ক্রমবর্ধমান বৈষম্য টেনে ধরা এখন জাতীয় প্রধান কর্তব্য।

তিনি আরও বলেন, দেশ পরিচালনা, শাসন-প্রশাসনে জনগণের অংশগ্রহণ ও ক্ষমতায়নের জন্য একটি সুনির্দিষ্ট নতুন জাতীয় রাজনৈতিক কর্মসূচি ও কর্মকৌশল প্রণয়ন করাই গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক শক্তির কর্তব্য। জাসদ সভাপতি বলেন, সব বাধার মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠান ছিল একটি বিরাট রাজনৈতিক ও সাংবিধানিক চ্যালেঞ্জ। নির্বাচনে কিছু আসনে চিহ্নিত সন্ত্রাসী ও সাম্প্রদায়িক ব্যক্তিকে জিতিয়ে আনা হয়েছে। তবুও নির্বাচনের মধ্য দিয়ে দেশের সংবিধান সমুন্নত থেকেছে এবং সব ষড়যন্ত্র-চক্রান্ত পরাজিত হয়েছে। সভায় জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি রবিউল আলমসহ বিভিন্ন কমিটির সদস্য এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী দলীয় প্রার্থীরা উপস্থিত ছিলেন।