নিত্যপণ্যের বাজার লুটেরা মাফিয়া-সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদের জাতীয় কমিটির দুই দিনব্যাপী সভার তিনি এ কথা বলেন।
আরো পড়ুন:আব্দুল্লাহপুরে আবাসিক হোটেল আকবরে নারী বাণিজ্যের হোতা এরা কারা?
হাসানুল হক ইনু বলেন, রাজনীতি ও সমাজে কালো টাকা ও পেশিশক্তির দাপট বেড়েই চলেছে। রাজনীতিতে পরিবারতন্ত্র ও জ্ঞাতি সম্পর্কেও প্রভাব বেড়েছে। তিনি বলেন, রাষ্ট্রীয় ও রাজনৈতিক ক্ষমতার ছাতার নিচ থেকে লুটেরা-দুর্নীতিবাজদের বের করে দেওয়া, নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেটের প্রভাব ধ্বংস করা, আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করা, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ক্রমবর্ধমান বৈষম্য টেনে ধরা এখন জাতীয় প্রধান কর্তব্য।
তিনি আরও বলেন, দেশ পরিচালনা, শাসন-প্রশাসনে জনগণের অংশগ্রহণ ও ক্ষমতায়নের জন্য একটি সুনির্দিষ্ট নতুন জাতীয় রাজনৈতিক কর্মসূচি ও কর্মকৌশল প্রণয়ন করাই গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক শক্তির কর্তব্য। জাসদ সভাপতি বলেন, সব বাধার মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠান ছিল একটি বিরাট রাজনৈতিক ও সাংবিধানিক চ্যালেঞ্জ। নির্বাচনে কিছু আসনে চিহ্নিত সন্ত্রাসী ও সাম্প্রদায়িক ব্যক্তিকে জিতিয়ে আনা হয়েছে। তবুও নির্বাচনের মধ্য দিয়ে দেশের সংবিধান সমুন্নত থেকেছে এবং সব ষড়যন্ত্র-চক্রান্ত পরাজিত হয়েছে। সভায় জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি রবিউল আলমসহ বিভিন্ন কমিটির সদস্য এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী দলীয় প্রার্থীরা উপস্থিত ছিলেন।