ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। স্বামী শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর বর্তমানে ছেলে রাজ্যকে নিয়ে একাই থাকছেন এই নায়িকা। ছেলের সব দায়িত্বও তিনি পালন করছেন। কাজের ফাঁকে পুরো সময়টা ছেলেকেই দেন। পাশাপাশি কাজেও নিয়মিত হয়েছেন এই নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় থাকেন পরীমণি। প্রায় সময়ই নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেন না তিনি। এই সবকিছুর মাঝেও যেন কোথাও একটা শূন্যতা কাজ করে তার।
আরও পড়ুন:দেশে ফিরেই পরীর সঙ্গে ফাইনাল কথা বলবেন মারুফ
জীবনে প্রিয় মানুষের কাছ থেকে শুধু অবহেলা পেয়েছেন পরীমণি। তবে কারও অবহেলায় এখন আর কিছু যায় আসে না তার। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকে এমনটাই লিখেছেন পরী। এদিন সকালে নিজের একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দিয়েছেন এই নায়িকা।
ক্যাপশনে পরীমণি লিখেছেন— ‘যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক। কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়। আর অনেক দিন পরে সে আগের চেয়েও বেশি খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারও ভালোবাসায় জীবনে অনেক কিছুই আসে যায়, কিন্তু কারও অবহেলায় সত্যিই কিছু যায় আসে না।’
2 thoughts on “কারও অবহেলায় কিছু যায় আসে না : পরীমণি”