স্বামী শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর পরীমণির দুনিয়া এখন একমাত্র সন্তান রাজ্য। বলা যায়, রাজ্যকে ঘিরেই তার সব। কাজের বাইরে পুরো সময়টা ছেলেকেই দেন এই নায়িকা। রাজ্যর বাবা-মা বলতে এখন পরীমণিই। প্রায় সময়ই ছেলের সঙ্গে নানান খুনসুটিতে মেতে ওঠেন পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গেও সেসব শেয়ার করতেও ভোলেন না এই নায়িকা। কাজের ফাঁকে সময় পেলেই ছেলেকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে চলে যান পরীমণি। এবার রাজ্যকে গাজীপুরের ভাওয়াল রিসোর্টে ঘুরতে গেছেন এই নায়িকা। সেখানে ছেলেকে নিয়ে বেশ ভালোই সময় কাটাচ্ছেন তিনি।
আরও পড়ুন:কারও অবহেলায় কিছু যায় আসে না : পরীমণি
মঙ্গলবার (৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকে ছেলের সঙ্গে কয়েকটি ছবি দিয়ে একটি পোস্ট দিয়েছেন পরী। ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন— ‘শুভ সকাল বিউটিফুল ভাওয়াল রিসোর্ট।’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি। ছবিগুলো শেয়ার করা মাত্রই পাঁচ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে পরীমণির কমেন্টসবক্সে। একজন লিখেছেন— ‘শুভ সকাল, পদ্ম পরী।’ আরেক নেটিজেন লেখেন— ‘মা-ছেলে ভালো থাকুক হাজার বছর।’ পরীমণির এক ভক্ত লিখেছেন, ‘শুভ সকাল বিউটিফুল।’
গেল বছর ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন পরীমণি। এরপর যুক্ত হয়েছেন ‘খেলা হবে’ নামের নতুন একটি সিনেমায়। এ ছাড়া তার হাতে রয়েছে অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’।
2 thoughts on “ছেলেকে নিয়ে যেখানে ঘুরতে গেলেন পরীমণি”