একাত্তরের মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে রণাঙ্গনের গল্পে নির্মিত সিনেমা ‘ওরা ৭ জন’। গেল বছর মার্চে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এ ছাড়া দেশের বেশ কিছু চলচ্চিত্র উৎসবেও এর প্রদর্শনী হয়েছে। তবে এত কিছুর পরও যারা সিনেমাটি দেখতে পাননি, এবার তাদের সুখবর দিলেন নির্মাতা খিজির হায়াত খান। তিনি জানান, স্বাধীনতার মাসের প্রথম দিন (১ মার্চ) ওটিটি প্ল্যাটফর্ম টফি-তে মুক্তি পেতে যাচ্ছে ‘ওরা ৭ জন’। একই সঙ্গে আমাজন প্রাইম ভিডিওসহ মোট ৮টি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে দেখা যাবে সিনেমাটি।
আরো পড়ুন:সোনায় মোড়ানো কেক কেটে সমালোচনার মুখে উর্বশী
খিজির হায়াত খান বললেন, গত বছর মার্চের ৩ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকে এই এক বছরে আমাদের লক্ষ্য ছিল—বীর মুক্তিযোদ্ধাদের রণাঙ্গণের বীরগাথা নিয়ে নির্মিত সিনেমাটিকে বিশ্বের সকল মানুষের জন্য দেখার ব্যবস্থা করে দেয়া। সকলের সহযোগিতায় আমরা তা করতে পেরেছি।
আরো পড়ুন:জয়ার রিটে বন্ধ হলো হাতি নির্যাতন
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, খিজির হায়াত খান, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খানসহ অনেকে।