দীর্ঘ পাঁচ বছর পর মঞ্চ মাতাতে কলকাতাতে যাচ্ছেন নগরবাউল জেমস। ‘পূজাওয়ালাদের গান–পূজা’ শীর্ষক কনসার্টে গান গাইবেন এই সংগীতশিল্পী। কনসার্টটি আয়োজন করছে ‘ফোরাম ফর দুর্গোৎসব’ নামের একটি সংগঠন। আগামী ৩ মার্চ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।
আরো পড়ুন:বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানালেন সাবিনা ইয়াসমিন
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। জেমসের সঙ্গে একই মঞ্চে গান গাইবেন কলকাতার গায়ক রূপম ইসলামের জনপ্রিয় ব্যান্ড ‘ফসিলস’। আয়োজকেরা কনসার্টের ট্যাগ লাইন রেখেছে ‘দুই বাংলার মেলবন্ধন’। বিকেল ৫টায় শুরু হয়ে মধ্যরাত পর্যন্তহ চলবে কনসার্টটি।
আরো পড়ুন:নাভালনির মরদেহ হস্তান্তর
2 thoughts on “৫ বছর পর কলকাতা মাতাতে যাচ্ছেন জেমস”