বইমেলা থেকে বিতাড়িত হওয়ার ঘটনায় অভিযোগ করতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে এসেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) হিরো আলম লিখিত অভিযোগ দিতে ডিবি কার্যালয়ে এসেছেন।
আরো পড়ুন:রাজধানীর পুরানা পল্টনে বাসায় আগুন
এর আগে বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বহুল-আলোচিত মুশতাক-তিশা দম্পতির পর এবার কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত করেছেন মেলায় আসা শতাধিক দর্শনার্থী। জানা যায়, নিজের লেখা ‘দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দিব’ বইয়ের প্রচারণা চালাচ্ছিলেন হিরো আলম। হঠাৎ একদল দর্শনার্থী তাকে উদ্দেশ্যে করে ভুয়া ভুয়া, ছি ছি দুয়োধ্বনি দিতে থাকেন। অবস্থা বেগতিক দেখে পুলিশ সদস্যরা নিরাপত্তা বেষ্টনী দিয়ে টিএসসি গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে হিরো আলমকে বেরিয়ে যেতে সাহায্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সময় নানা কর্মকাণ্ড ও বারবার নির্বাচনে দাঁড়িয়ে আলোচনায় আসেন হিরো আলম।
আরো পড়ুন:শাকিবের নায়িকা হয়ে আসছেন মিমি চক্রবর্তী
উল্লেখ্য, কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত মুশতাক-তিশা, ডা. সাবরিনাকে একইভাবে বের করে দেন সাধারণ দর্শনার্থী ও পাঠকরা।
One thought on “ডিবি কার্যালয়ে হিরো আলম”