আম্বানিদের অনুষ্ঠান মানেই রাজকীয় ব্যাপার। উপলক্ষ যাই হোক না কেন, জমকালো আয়োজনেই উদযাপন করা হয় সব উৎসব। নীতা আম্বানি ও মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠান উপলক্ষে সেজে উঠেছে ভারতের জামনগর। সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড এবং দক্ষিণী সিনেমা জগতের সব তারকারা। শুধু তাই নয়, এক মঞ্চে নেচে নেটদুনিয়া মাতিয়েছেন সালমান খান, শাহরুখ খান এবং আমির খান। অনুষ্ঠানে নেচে রীতিমতো দর্শকদের নজর কেড়েছেন এই তিন খান। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
আরো পড়ুন:নীতা আম্বানির সঙ্গে মঞ্চে নাচতে গিয়ে বিপাকে পপগায়িকা রিহানা
ওই ভিডিওতে দেখা যায়— বেশ জমকালোভাবেই সাজানো হয়েছে অনুষ্ঠানের মঞ্চ। ব্যাকগ্রাউন্ডে বাজছে গান। স্টেজে গানের তালে তালে এক পর্যায়ে একসঙ্গে নাচতে শুরু করেন তিন খান। নাচের ফাঁকে ফাঁকে আবার খুনসুটিতেও মেতেছিলেন তারা। এসময় সালমান ও শাহরুখ পরেছিলেন কালো রঙের পাজামা-কুর্তা। অন্যদিকে আমির পরেছেন সবুজ রঙের কুর্তা।
আরো পড়ুন:চলচ্চিত্রে নিয়মিত হতে চান সাফা কবির
ভারতীয় ধনকুবের মুকেশ ও নীতার তিন সন্তান— আকাশ, ইশা ও অনন্ত। যমজ ছেলেমেয়ে আকাশ-ইশার বিয়ে আগেই হয়ে গেছে। বাকি ছিল আরেক পুত্র অনন্ত। ২০২২ সালের ২৯ ডিসেম্বর রাধিকা মার্চেন্টের সঙ্গে তার বাগদান সম্পন্ন করেন তিনি।